সিলেটমঙ্গলবার , ১১ মে ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কওমি মাদরাসা শিক্ষার ৬ বোর্ড গুলোর ফলাফল প্রকাশ

Ruhul Amin
মে ১১, ২০২১ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন ৬টি বোর্ড রয়েছে। প্রথম শ্রেণী থেকে মেশকাত জামাত পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট জামাতের কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিয়ে থাকেন বোর্ডগুলো।

আরবি মাস রমজান টু রমজান শিক্ষাব্যবস্থায় পড়াশোনা চালু থাকা বোর্ডগুলো তাদের কেন্দ্রীয় পরীক্ষা নেন আররি শাবান মাসে। আর ফলাফল প্রকাশ করেন রমজানে। রমজানের ২২তম দিনে মাদরাসার তিনটি বোর্ড তাদের বার্ষিক ফলাফল প্রকাশ করেছেন। বোর্ড তিনটি হলো, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।

 

 

বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ: গত ৩ মে (সোমবার) কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাদের এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯০ দশমিক ৪২ শতাংশ। এছাড়া হিফজ ও ক্বিরাআত বিভাগের পাসের হার যথাক্রমে ৯২ দশমিক ৮৬ শতাংশ ও ৯৮ দশমিক ৭৩ শতাংশ।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম মুফতি রুহুল আমীন বলেন, আমরা বৈষয়িক মহামারির করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও যথা সময় ফলাফল প্রকাশ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ: গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) বোর্ডটি ১৪৪২ হিজরী মোতাবেক ২০২১ ইংরেজী সনে অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্রীয় ফলাফল প্রকাশ করেন। পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের পাশের হার: তাজভীদ (রেওয়ায়াত) ৯৫.৬৫%, তাজভীদ (হাফস) ৯৬.৮৫%, আলিয়া (উলা/কামেলাইন) ৭১.২৩%, সানবিয়া খাচ্ছা (চাহারুম) ৭০.৬০%, সানবিয়া আম্মা (শাশুম) ৮০.৩৩%, মুতাওয়াচ্ছিতা (হাস্তুম) ৬৫.৪০%।

জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ: গত ৩ মে (সোমবার) বোর্ডটির বার্ষিক ফলাফল প্রকাশিত হয়েছে। তাদের গড় পাসের হার ছিলো ৮৭.৭৬%। ইফতা ৯১.৫৭%, ফযীলত বালক ৯০.১৭%, ফযীলত বালিকা ৮৭.৭৭%, সানাবিয়্যাহ বালক ৬৬.২৫%, সানাবিয়্যাহ বালিকা ৭৬.০০%, মুতাওয়াসসিতাহ বালক ৮৫.২৯%, মুতাওয়াসসিতাহ বালিকা ৭৯.০৯%, ইবতিদাইয়্যাহ বালক ৮৬.১২%, ইবতিদাইয়্যাহ বালিকা ৯২.৭৫%, হিফজ ৯৯.৯৯%, নাযেরা ৯৯.৯৯%, কেরাত ৯৯.৯৯। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো ৪০০০। সারাদেশের ৯০ টি কেন্দ্রে পরীক্ষা নেন তারা।

 

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (১০ মে) দুপুর ৩ টা ২০ মিনিটে রাজধানীর কাজলার পাড় (ভাঙ্গাপ্রেস) বেফাক মিলনায়তনে ৪৪ তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করে বেফাক।সারাদেশে বেফাকের ২ লক্ষ ৩০ হাজার নিবন্ধিত পরীক্ষার্থীর থেকে ২ লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থী অংশ নেয় পরীক্ষায়। এবছর বেফাক শিক্ষার্থীদের খাতা দেখার জন্য করা হয়েছিল নতুন নিয়ম।

এ বছর প্রকাশিত ফলাফলে বেফাকের মোট গড় পাসের হাড় ৭৪.৪%। ফজিলত মারহালায় গড় পাসের হার পুরুষ ৮০.৩৪%, মহিলা ৬৮.৫০%, সানাবিয়া উলইয়ায় গড় পাসের হার পুরুষ ৭২.৯৪%, মহিলা ৫৬.২৫%, মুতাওয়াসসিতাহ মারহালায় গড় পাসের হার পুরুষ ৮৫.২৭%, মহিলা ৬৮.৬৪%,

ইবতিদাইয়্যা গড় পাসের হার পুরুষ ৭৫.৬১%, মহিলা ৬৬.৭৭%, হিফজ মারহালায় ৯৫.১৫%, ইলমুজ তাজভীদ ও কেরাত মারহালায় ৯০.৭৪%।

 

এদিকে সিলেটের আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ  ২৬ রমজান (৯ মে) রোববার বোর্ডটির কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করন তারা।

 

 

তানযীমূল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এর ফলাফল আগামী ২৫ রমজানের মাঝেই প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বোর্ডটির চেয়ারম্যান ও বসুন্ধরা মাদরাসার মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী।

এদিকে আল হাইয়াতুল উলইয়ার প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ঈসমাইল বরিশালীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফলাফল বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন।